পুলিশ দিবসে হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিল মঙ্গলকোট থানার পুলিশ
আমিরুল ইসলাম ,
সোমবার রাজ্যব্যাপী পুলিশ দিবসে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ১৭ টি মোবাইল ফোন তুলে দিলো প্রকৃত মালিকের হাতে। এদিন সকাল থেকেই মঙ্গলকোট থানার উদ্যোগে নানান অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ দিবস পালিত হলো।
ভিন্নস্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, মঙ্গলকোট থানার পুলিশ। এলাকার বহু মানুষ পুলিশকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই এদিনকার এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি সহ অনেকেই।
মঙ্গলকোট এলাকার বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৭ টি মোবাইল ফোন তুলে দেওয়া হয় প্রকৃত মালিক কে। পুলিশ দিবসে এই উপহার পেয়ে খুশি এলাকার মানুষ। মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ জানান,
-“যারা বিভিন্ন সময়ে আমাদের থানায় অভিযোগ করেছিল সেই মোবাইল ফোন গুলিকে উদ্ধার করে আমরা ফিরিয়ে দিলাম। এই পুলিশ দিবসে আমাদের অঙ্গীকার আমরা সাধারণ মানুষের পাশে থাকবো”।