পূজা মন্ডপে প্রকাশিত হলো সাহিত্যিক শিবদাস রুদ্রের লেখা ‘ রহস্য সন্ধানী টিনি-ভোম্বল ’ (কিশোর গোয়েন্দা কাহিনী)

Spread the love

পূজা মন্ডপে প্রকাশিত হলো সাহিত্যিক শিবদাস রুদ্রের লেখা ‘ রহস্য সন্ধানী টিনি-ভোম্বল ’ (কিশোর গোয়েন্দা কাহিনী)~
অন্তরা সিংহরায়

পশ্চিম বর্ধমানের বরিষ্ঠ কবি ,সাহিত্যিক শিবদাস রুদ্রের সপ্তম বই রহস্য সন্ধানী টিনি-ভোম্বল (কিশোর গোয়েন্দা কাহিনী) প্রকাশিক হলো পশ্চিমাঞ্চল পূজা মন্ডমে ।
ভিন্ন স্বাদের মাধুর্যে রহস্যঘন কিশোর গোয়েন্দা কাহিনীর সংকলন ।

মঞ্চে বইটি উদ্বোধন করতে উপস্থিত ছিলেন শ্রী শ্রীনিবাস শাস্ত্রী মান্থা ,শ্রী অমিতাভ বন্দোপাধ্যায় (বিশিষ্ঠ সমাজসেবী), শ্রী কবি অনিরুদ্ধ রায়চৌধুরী(বিশিষ্ঠ সমাজসেবী), শ্রীমতী অন্তরা সিংহরায় (কবি ,শিল্পী, সঞ্চালক ও সম্পাদক আন্তরিক পত্রিকা),সাহিত্যিক সৌম্যশঙ্কর বন্দোপাধ্যায়, শ্রীমতী নিলাশ্রী ভট্টাচার্য্য(নৃত্যশিল্পী), শ্রী হৃদয় সাঁই (বাচিক শিক্ষক, সঞ্চালক ও সমাজসেবী)।
শতাধিক দর্শকের উপস্হিতিতে সাহিত্য প্রেমী বাঙালীকে পুজোর আমেজের মধ্যে এক অসাধারণ উপহার তুলে দিলেন লেখক শিবদাস রুদ্র । শিবদাস রুদ্র বাবুর জীবন বাংলা সাহিত্যের বুকে এক দৃষ্টান্তস্বরূপ । তিনি ৭৫ বছর বয়সে লেখার জগতে আসেন এবং একের পর এক পুস্তক উপহার দিয়ে যাচ্ছেন পাঠককুলকে। বাংলার সাহিত্য জগতের অনেকেই সাহিত্যিক শিবদাস রুদ্রের রচনার বেশ প্রশংসা করেছেন এবং তাঁর ৮০ বছরের জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন । তাঁর জীবন বহু মানুষের কাছে অনুপ্রেরণা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *