পূর্বস্থলীতে পালিত হলো শিক্ষক দিবস

Spread the love

দীপঙ্কর চক্রবর্তী


প্রতি বছরের মত এবারও পূর্বস্হলী অবর বিদ্যালয় পরিদর্শক অফিসে শিক্ষক দিবস ও রাধাকৃষ্ননের জন্ম দিবস পালন করা হল।করোনা মহামারির প্রকোপের কথা মাথায় রেখে খুব অল্প শিক্ষক,শিক্ষিকার উপস্হিতিতে,দূরত্ব বজায় রেখে,মাস্ক পরে এই শনিবার দুপুরে পালিত হল।এক বছরে অবসর গ্রহনকারি ছয়জন শিক্ষক মহাশয়দের সংবর্ধনাও জানান হল এই সভায়।পূর্বস্হলী ২ নং ব্লক বি ডি ও সৌমিক বাগচী,সভাপতি সুতপা নাথ,সহঃ সভাপতি তপন চ্যাটার্জী,পূর্বস্হলী ১ নং ব্লক সভাপতি দিলীপ মল্লিক,অবর বিদ্যালয় পরিদর্শক দিবাকর ঘোষ,কালেখাঁতলা২ নং পন্চায়েতের উপপ্রধান কালিশঙ্কর ব্যানার্জী,সুমিতা কর,বান্টি দাস,শ্যামসুন্দর ব্যানার্জী,সুবল দাস,হাপিজউদ্দিন সেখ,হরগোবিন্দ বারুই সহ আরো অনেকে এই মহতি অনুষ্ঠানে হাজির থেকে শিক্ষকদের দাশিত্ব,কর্তব্য,তাদের চাহিদা,পাওয়া,না পাওয়া,সুখ দুঃখ প্রভৃতি নিয়ে আলোচনা করেন।বিদায়ী শিক্ষকদের মানপত্র,ফুল,বই দিয়ে শ্রদ্ধা জানান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *