পূর্বস্থলী আইটিআই কলেজে বিক্ষোভ

Spread the love

পূর্বস্থলী দু’নম্বর সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অর্থাৎ আইটিআই কলেজের প্রিন্সিপাল কে একটি সংস্থা ভিজিট করতে এসে,অপমান করায় ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ। অবিলম্বে প্রিন্সিপালের কাছে ক্ষমা চাইতে হবে। ‌‌কলেজের নিরাপত্তার দাবিতে ও ‌প্রীন্সিপাল এবং কলেজকে অপমানিত করায় অনির্দিষ্টকালের জন্য সোমবার থেকে শুরু বিক্ষোভ কর্মসূচি।

চলতি মাসের ২২ তারিখে , পূর্ব বর্ধমানের গোবিন্দপুর শেফালী সমাজ সেবা একটি সংগঠনের পক্ষ থেকে কলেজে ভিজিট করতে আসবে চারজন।এই বলে একটি ইমেল আসে।
২২ তারিখে চারজন আসে পূর্বস্থলী আইটিআই কলেজে ভিজিট করতে।
ভিজিট করতে এসে প্রিন্সিপালকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রিন্সিপালের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষিপ্ত হয়ে ওঠে ছাত্র-ছাত্রীরা।
এরপর ছাত্রছাত্রীরা ঠিক করেন যতক্ষণ না পর্যন্ত প্রিন্সিপালের কাছে ক্ষমার না চাইবেন ততক্ষণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন কলেজের মূল গেটে।
ছাত্র-ছাত্রীদের বক্তব্য শুধু প্রিন্সিপালকেই অপমান নয় অপমান করা হয়েছে এই কলেজকে।
ছুটির পর কলেজ খুলতেই ছাত্র-ছাত্রীদের এই বিক্ষোভ।
কলেজের অধ্যক্ষ জানান ছাত্রছাত্রীরা তাদের অবস্থান বিক্ষোভ করছেন সুষ্ঠুভাবে তবে তার জন্য কোন ক্লাস বন্ধ রাখেনি তারা।
এখন প্রশ্ন হঠাৎ করে কেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা সরকারি কলেজে কেন ভিজিট করতে আসবে? কেনই বা গালিগালাজ করবে?

ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষ ঠিক করেছে বিষয়টিকে এলাকার ভিডিও ও ব্লকের অফিসার কে জানানো হবে।

পূর্বস্থলী থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *