পূর্ব বর্ধমানে ব্রাহ্মণ সমিতির মহতি মিটিং অনুষ্ঠিত
পুলকেশ ভট্টাচার্য্য, কাটোয়া – একটি মহতি মিটিং-এর আয়োজন করা হয় পূর্ব বর্ধমানে ব্রাহ্মণ সমিতির উদ্যোগে। উক্ত সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ সমিতির উপদেষ্টা অনন্ত পণ্ডিত মহাশয়, ২নং ব্লকের সভাপতি বিকাশ মজুমদার মহাশয়, পূর্ব বর্ধমান জেলার সভাপতি তুলসী চরণ ভট্টাচার্য মহাশয়, জেলার সম্পাদক চিরঞ্জীত ভট্টাচার্য মহাশয়। এছাড়াও মুর্শিদাবাদ থেকে আগত ব্রাহ্মণ সমিতির সভাপতি শিবপ্রসাদ ব্যানার্জি মহাশয় ও তাঁর উপদেষ্টা মানিক মহাশয় সভায় যোগ দেন।
বর্ধমান জেলার ব্রাহ্মণ সমিতির সভাপতি তুলসী চরণ ভট্টাচার্য জানান, অতীতে কোনও ব্রাহ্মণদের সমিতি ছিল না। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন দুস্থ ব্রাহ্মণরা। বর্তমান সরকারের অনুপ্রেরণায় ব্রাহ্মণ সমিতি গঠন হয়েছে এবং এই সমিতির প্রধান লক্ষ্য হল দুস্থ ব্রাহ্মণদের সাহায্য করা। জেলা স্তরে, ব্লক স্তরে ও পঞ্চায়েত স্তরে দুস্থ ব্রাহ্মণদের আরও বেশি পরিমাণে ভাতার আওতায় আনা হবে—এই প্রচেষ্টা নেওয়া হয়েছে।
কেতুগ্রাম ব্লকের ১নং ও ২নং এলাকার বহু পুরোহিতগণও এদিন মিটিংয়ে উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল একটি নতুন ব্রাহ্মণ সমিতি কমিটি গঠন। উপস্থিত সকলের মতামত ও অংশগ্রহণে এই কমিটির গঠন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়।