আমিরুল ইসলাম বাপি,
সোমবার সাতসকালেই দুটি পৃথক পথ দুর্ঘটনা ৭ নং রাজ্য সড়কপথে। আজ ভোরের দিকে পূর্ব বর্ধমান জেলার নুতনহাট থেকে বর্ধমান গামী নপাড়া এলাকায় বালিবোঝাই এক ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এক রিজার্ভ বাসের।মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে এই বাসের যাত্রীরা ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে যাচ্ছিলেন । ৩ জন আহত হয়েছেন। অপরদিকে ভাতারের আলিনগর বাসস্ট্যান্ডে এক লোকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের জমিতে চলে আসে।এখানে ৫ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রকাশ। বেশকিছু দিন আগেও এই সড়কপথে দুর্ঘটনা ঘটেছে।ধারাবাহিক ভাবে ৭ নং রাজ্য সড়কপথে দুর্ঘটনা ঘটছে। তাই পুলিশের নজরদারি আরও বাড়ুক, তা চাইছেন স্থানীয়রা।
![](https://banglarkhoborakhobor.com/wp-content/uploads/2021/08/IMG-20210802-WA0025-1024x768.jpg)