পৌরসভার কঠিন বর্জ্য প্রসেসিং প্ল্যান্টের উদ্বোধন

Spread the love

পৌরসভার কঠিন বর্জ্য প্রসেসিং প্ল্যান্টের উদ্বোধন

সেখ সামসুদ্দিন, ২৩ আগস্টঃ কঠিন বর্জ্য প্রসেসিং প্ল্যান্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে পূর্ব বর্ধমান জেলার মধ্যে মেমারি পৌরসভা প্রথম শুরু করল। এই প্রকল্পের কাজের সূচনায় রীতিমতো পুজো পাঠ করে নারকেল ফাটিয়ে ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমইডি বর্ধমান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এম ই ডি বর্ধমান, মেমারি মিউনিসিপালিটির এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ সকল কাউন্সিলর ও পৌরকর্মীবৃন্দ। পাঁচ বিঘা জমির উপর ২ কোটি ৫২ লাখ টাকা অনুমোদিত ব্যয়ে এই প্রজেক্ট এর কাজ শুরু হচ্ছে মেমারি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে। চেয়ারম্যান জানান একসময় পঞ্চায়েত এলাকায় বর্জ্য ফেলা নিয়ে চূড়ান্ত অপদস্ত হতে হয়েছিল। সেদিনই প্রতিজ্ঞা নেয়া হয়েছিল নিজস্ব জায়গা কিনে ডাম্পিং গ্রাউন্ড করার। সেদিন ওই পঞ্চায়েত বাধা দেওয়ার কারণেই আজকের এই সফলতা। পার্শ্ববর্তী আরও জমি ক্রয় করছে পৌরসভা। এ পর্যন্ত পৌরসভার নিজস্ব তহবিল থেকে প্রায় নয় বিঘা জমি ক্রয় করা হয়েছে। এই কঠিন বর্জ্য পদার্থ ইউনিটটির পাশাপাশি ইকো পার্ক তৈরির ভাবনা রেখেছে এবং এখান থেকে অনেক মানুষের কর্মসংস্থান হবে বলে জানান চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *