পৌর মজদুর কংগ্রেসের পক্ষ থেকে কর্মবিরতি,সিউড়ি পৌরসভায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি প্রভাবিত পৌর মজদুর কংগ্রেসের পক্ষ থেকে বেতন বৃদ্ধি, পিএফ চালু সহ সাত দফা দাবিতে সোমবার সিউড়ি পৌরসভা চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘদিন ধরে সিউড়ি পৌরসভার অস্থায়ী শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে পৌরসভার চেয়ারম্যান কে বিষয়গুলো নিয়ে অবগত করা হলেও, তা কোনোভাবেই কার্যকর হচ্ছে না বলে সংগঠনের অভিযোগ । সেই পরিপ্রেক্ষিতে এদিন জল সরবরাহ ছাড়া সমস্ত রকম কাজ বন্ধ রেখে এই অবস্থান-বিক্ষোভে সামিল তথা কর্মবিরতি পালন করেন। পৌরকর্মচারী ইউনিয়নের পক্ষে সাধন দাস বলেন, সিউড়ি পৌরসভায় ৫ শতাধিক অস্থায়ী কর্মী রয়েছেন। তারা দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে কেউ ১৫০০ টাকা, কেউ ৩০০০ টাকা বেতনে চাকরি করেন।বর্তমান বাজার মূল্য অনুযায়ী অল্প বেতনে চাকরি করে সংসার চালানোর সম্ভব নয়।এছাড়াও দাবি তোলা হয় যে, পি এফ চালু করতে হবে, স্থায়ীকরণ করতে হবে, সঠিক বেতন দিতে হবে।
বিক্ষোভ প্রদর্শন সভায় নেতৃত্ব দেন জেলা আইএনটিইউসি র সভাপতি তথা সিউড়ি পৌর মজদুর কংগ্রেস সভাপতি মৃনাল কান্তি বসু।