প্রখর দাবদাহে জল বিতরণ

Spread the love

প্রখর দাবদাহে জল বিতরণ


দীপঙ্কর সমাদ্দার: দু তিন সপ্তাহ ধরে প্রখর রৌদ্রে দাবদাহে সমগ্র পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ গরমে হাঁসফাঁস করছে। পথ চলতি মানুষের কষ্টের সীমা নেই। “জল ই জীবন” এই কথা মাথায় রেখে সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশন এর সহায়তায় ভাটপাড়ায় ৩৫ নম্বর ওয়ার্ডে নবীন সংঘ ক্লাবে এক জলছত্রের আয়োজন সম্পন্ন করল। এই সমাজসেবী সংস্থা অনেক বছর ধরেই বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আসছে। সে কথা জানালো এলাকার মানুষজন। প্রায় ২০০০ পথচারীদের মধ্যে এই যৌথ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়েছে । সংস্থার কর্ণধর অমিত বাবু জানালেন সাধারণ মানুষকে এই গরমে জল বিতরণ করতে পেরে তাদের ভীষণ ভালো লাগছে ।আগামীতে বৃক্ষরোপণ, রক্তদান শিবির, রবীন্দ্র নজরুল সন্ধ্যার মতো সাংস্কৃতিক কর্মকাণ্ডও পরিচালনা করবে । স্বনির্ভর ট্রেনিং এবং বিভিন্ন হস্তশিল্পের ওয়ার্কশপ, করবে lসর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন .. এর বাইরে বিভিন্ন সামাজিক সম্মান শারদ সম্মান, জাতীয় ও আন্তর্জাতিক মানের চিত্র প্রদর্শনী তারা ইতিমধ্যে করে সাড়া ফেলেছেন এবং সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা নিয়েও চিন্তা ভাবনা করা হবে বলে জানালেন সংস্থা কর্ণধার অমিত দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *