প্রথম বর্ষের IEM ছাত্ররা এক মাসে তৈরি করলো ৩০০+ GenAI অ্যাপ!
কলেজের প্রথম বর্ষেই IEM‑UEM গ্রুপের ছেলেমেয়েরা মাত্র এক মাসে তৈরি করে ফেলেছে ৩০০টির বেশি Generative AI‑ভিত্তিক মোবাইল ও ওয়েব অ্যাপ—এ রকম শুরুতে দেখে বোঝা মুশকিল, না দেখলে আরও অবাক লাগে।
‘Spark & Rock‑২০২৫’ নামের এই GenAI হ্যাকাথন পূর্ব ভারতের প্রথম বড় স্কেলের উদ্ভাবনী উদ্যোগ। শুধুমাত্র যেটা উল্লেখযোগ্য, তা হল যে অংশগ্রহণকারী সবাই স্কুল শেষ করে এসে তাজা, শিক্ষানবীশ—তাদের একমাত্র হাতিয়ার ক্লাউড‑ভিত্তিক no‑code প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা। জন্ম থেকেই tech‑এ আগ্রহ, তার সঙ্গে বাস্তব দক্ষতার মিশ্রণ—মজার ব্যাপার!
শতাধিক প্রতিযোগিতায় ৪০টি টিম ফাইনালে পৌঁছে। সেখান থেকে তিনটি দল নির্বাচিত—তারা তৈরি করেছিল এমন অ্যাপ যা বাস্তব জীবনে ব্যবহারযোগ্য, ব্যবহারে সহজ, আর যার বাজার সম্ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ একটি টিম তৈরি করেছিল AI‑চালিত ফার্মেসি সাপোর্ট অ্যাপ, অন্য টিম করেছিল শিক্ষামূলক কুইজ ইন্টারফেস, তৃতীয়টি সামাজিক সহায়তা চ্যাটবট।
এ আয়োজন যৌথভাবে করে CSE (AIML) বিভাগ ও Basic Science and Humanities বিভাগ—অধ্যক্ষ Dr. Parbir Kumar Das, Dr. Amartya Mukherjee এবং Dr. Sudipta Bhattacharaya‑এর নেতৃত্বে। পুরো ইভেন্টে অধ্যাপকরা তরুণদের পাশে থেকেছেন, পরামর্শ দিয়েছেন, পথ দেখিয়েছেন।
Prof. (Dr.) Satyajit Chakrabarti, IEM‑UEM‑এর পরিচালক, বলেন—“আমাদের উদ্দেশ্য হল শুরু থেকেই হাতে কলমে confidence তৈরি করা। আমরা বিশ্বাস করি, এমন প্রযুক্তির দ্রুত পরিচয় ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দেয়।” তাঁর এই কথায় প্রতিফলিত হয় শিক্ষাক্ষেত্রেও বাস্তবতা ও প্রযুক্তি একসঙ্গে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা।
অনেক ছাত্রীর এটিই প্রথম অ্যাপডেভেলপমেন্টের অভিজ্ঞতা। কৌতূহল, উদ্যম, দ্রুত শেখার ধারা—এসবই Spark & Rock‑২০২৫‑কে শুধু একটি হ্যাকাথন নয়, বরং নতুন প্রজন্মের প্রযুক্তি যাত্রার সূচনা কার্যক্রমে পরিণত করেছিল।