প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান,খয়রাশোলে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- পশ্চিম বাংলায় বর্তমান শাসক দলের জনপ্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের গাইড লাইন না মেনে স্বজন পোষণ ও দলের কর্মীদের সুযোগ দিয়ে গরীব মানুষের কাছে কাটমানি নিয়ে প্রকৃত গরীব মানুষদের বঞ্চিত করছে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি’ তারই প্রতিবাদ জানাতে খয়রাশোল ব্লক অফিসে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন প্রদান করা হয় বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে। প্রকৃত ব্যক্তিরা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাভুক্ত হয়, এবং গরিব দুঃস্থ মানুষ যাতে কোনমতেই প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা থেকে বাদ না পড়ে, সেই দাবি তুলে আজ বিজেপি খয়রাসোল বাসস্ট্যান্ড সহ বাজার এলাকায় একটি মিছিল এবং বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা স্বচ্ছ ভাবে তৈরি করে তা প্রকাশের দাবি জানিয়ে খয়রাসোল বিডিও কে স্মারকলিপি প্রদান করেন। এদিন বিডিও র অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন যুগ্ম বিডিও অনন্ত গোস্বামী। আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক অনুপ সাহা, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, খয়রাশোল এ মন্ডলের সভাপতি গণেশ ঘোষ, বি মন্ডলের সভাপতি রথিলাল সিংহ, সুকুমার নন্দী সহ বিজেপির অন্যান্য কার্যকর্তাগণ।