প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান, রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- মঙ্গলবার রাজনগর ব্লকের নাকাশ প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মকীত খানকে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়৷ এদিনের সভায় সভাপতিত্ব করেন প্রবীণ নাগরিক হেলারাম সৌ৷উপস্থিত ছিলেন রাজনগর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নজরানা সুলতানা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাঃ দিলীপ দাস, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, উপপ্রধান সেখ সেলিম, সমাজসেবী মহঃ শরীফ, চৈতালী দাস, জাফর খান, নিবেদিতা দাস প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ৷ মানপত্র পাঠ করেন শিক্ষক দুর্গা চক্রবর্তী৷বিদায়ী শিক্ষককে মানপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করা হয়। বিদ্যালয়ের কচিকাঁচাদের নাচ গানের পাশাপাশি অন্যান্য ব্যাক্তিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে।বক্তারা তাঁদের বক্তব্যে, বিদায়ী শিক্ষক মকীত বাবুর এলাকাজুড়ে জনপ্রিয়তার কথা তুলে ধরেন৷ তিনি ছাত্র ছাত্রীদের স্নেহের বন্ধনে আবদ্ধ রেখে যত্ন সহকারে পাঠদান করতেন৷ পড়ুয়াদের কাছে খুবই প্রিয় ছিলেন ৷ বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদানের কথাও উল্লেখ করেন অতিথিবৃন্দ৷ বিদায়ী শিক্ষক মকীত বাবু তাঁর বক্তব্যের মাধ্যমে অতীতের স্মৃতিচারণা করেন৷ সভা সঞ্চালনায় ছিলেন শিক্ষক ব্রজ গোপাল গোপ, শিক্ষিকা মালা সাহা ও সাংবাদিক মহঃ সফিউল আলম৷