প্রবাসী চিকিৎসকের অসহায় যক্ষ্মা রোগীদের খাদ্যদ্রব্য প্রদান

Spread the love

প্রবাসী চিকিৎসকের অসহায় যক্ষ্মা রোগীদের খাদ্যদ্রব্য প্রদান

সেখ সামসুদ্দিন, ১৪ আগস্টঃ আমেরিকার লসভেগাসে কর্মরত প্রবাসী বাঙালি চিকিৎসক তথা মেমারির সুসন্তান ডাঃ বুদ্ধদেব দাঁ- এর আর্থিক আনুকূল্যে সাংবাদিক সেখ সামসুদ্দিনের সহযোগিতায় মেমারি হাসপাতালের যক্ষ্মা রোগীদের ২০ জনকে ৬ মাসের জন্য প্রোটিন যুক্ত খাদ্য দেওয়ার দায়িত্ব নেন। আজ মেমারি হাসপাতালের সমষ্টি স্বাস্থ্য উন্নয়ন অধিকর্তা করনের সামনে ২০ জন যক্ষ্মা রোগীর হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। খাদ্যদ্রব্যের মধ্যে আছে ১ কেজি সোয়াবিন, ১ লিটার সরিষা তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম মুগ ডাল, ২৫০ গ্রাম ছোলা, ২৫০ গ্রাম বাদাম ও ৩০ টি ডিম। এই খাদ্যদ্রব্যের প্যাকেট রোগীদের হাতে তুলে দেন মেমারি হাসপাতালের বি এম ও এইচ ডাঃ দেবাশীষ বালা, মেমারি ১ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা, যক্ষ্মা বিভাগের আধিকারিক অভিষেক ব্যানার্জী, সাংবাদিক সেখ সামসুদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনে উপস্থিত সকল ব্যক্তিবর্গ প্রবাসী চিকিৎসকের এইভাবে মানবসেবার কাজে এগিয়ে আসার জন্য ভুয়সী প্রশংসা করেন। কর্মাধ্যক্ষ বলেন ডাঃ বুদ্ধদেব দাঁ সমাজের একজন দৃষ্টান্ত, প্রমাণ করে মানবিকতা, মাতৃভূমি দেশ তথা এলাকার অসহায় মানুষের প্রতি তার কর্তব্যবোধ। আগামী দিনে তাকে দেখে আরও মানুষ হয়তো এগিয়ে আসবেন ও অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। এই কাজে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণ হাজরা অঙ্গীকার করেন তিনিও সচেষ্ট হবেন, খুব শীঘ্রই কিছু রোগীর দায়িত্ব নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *