প্রয়াত ছাত্রনেতা জহর সিংহ কে স্মরণ বাঁকুড়ায়
। সাধনমন্ডল ,বাঁকুড়া:——বাম জমানায় বাম বিরোধী ছাত্র সংগঠন ছাত্র পরিষদের বিশিষ্ট ছাত্রনেতা তথা বিশিষ্ট সমাজসেবী জহর সিংহ এর ৬১ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হল আজ পহেলা আগস্ট বাঁকুড়া শহরের খ্রিস্টান কলেজের সম্মুখে তার আবক্ষ মূর্তির পাদদেশে। অনন্য জহর নামে এক সংস্থার উদ্যোগে আজ সকালে একঅনুষ্ঠানে অনন্য জহরের সভাপতি বিক্রমজিত চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক শক্তি শংকর সিংহ মহাপাত্র সহ উপস্থিত বিশিষ্টজনদের সহযোগিতায় কেক কেটে ও তার আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এছাড়া তার স্মৃতিতে কয়েক বছর ধরে দুটি করে চারা গাছ রোপন করা হয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি। খ্রিস্টান কলেজের সামনে তার স্মৃতিতে এবারও দুটি চারা গাছ রোপন করা হয়েছে, চারা গাছগুলি রোপন করেছেন অনন্য জহরের সদস্যবৃন্দ।। আজ অনন্য জহরের উদ্যোগে জহর সিংহের মূর্তির পাদদেশে এক ছোট্ট অনুষ্ঠানে জহর সিংহের জীবনী নিয়ে আলোচনা করেন ও স্মৃতিচারণা করেন সংগঠনের সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক শক্তি শংকর সিংহ মহাপাত্র সহ অন্যান্যরা । স্মৃতিচারণা করতে গিয়ে বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন একজন সত্যিকারের নেতা পেয়েছিলাম আমরা। সৎ, নির্ভীক, নিষ্ঠাবান , কর্মদ্যোগী, পরোপকারী মানুষ ছিলেন জহর সিংহ। সকলকে একসাথে একই সূত্রে গেঁথে ছাত্র আন্দোলন করেছিলেন তৎকালীন বাম জমাতেও বাঁকুড়া খ্রিস্টান কলেজ সহ জেলার অন্যান্য কলেজগুলিওছাত্র পরিষদের দখলে থাকতো তার মূল কান্ডারী ছিলেন জহরদা। জহরদার কাছ থেকেই অনেক শিক্ষা পেয়েছি। শিখেছি সততা কাকে বলে তা তিনি হাতে-কলমে শিখিয়েছিলেন। তিনি বলতেন কাজ করে যাও ফল পাওয়ার আশা করো না মহাপুরুষের এই বাণীকে সবসময় মনে রাখবে। তার শেখানো ও দেখানো পথ ধরে আমরা এগিয়ে চলেছি আমরা আমাদের প্রিয় নেতাকে আজীবন মনে রাখব তার স্মৃতিতে সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি এবারও তার ব্যতিক্রম হবে না।আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক
শক্তি শংকর সিংহ মহাপাত্র ,
তুষার দত্ত ,সঞ্জীব বটব্যাল, দীপক রজক, বাণীব্রত সিংহ বাবু ,সোনাই ঘোষাল, গৌতম মাঝি, আশীষ ঘোষ,গোরাচাঁদ কান্ত ( সভাপতি, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি বাঁকুড়া সাংগঠনিক জেলা), মানবেন্দ্র মুখার্জি, অরবিন্দ গুপ্ত, অরিন্দম মাঝি ( সাচু), দীপঙ্কর মন্ডল, শান্ত ব্রত সেন, অনিমেষ ভট্টাচার্য, সজল সিনহা বাবু , অর্ণব ব্যানার্জি, দেবাশীষ দে, চন্দ্রকান্ত সাহু, ফাল্গুনী জানা প্রমূখ। সকলেই ছাত্রনেতা জহর সিংহের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এখানে উল্লেখ্য আজ সারাদিন ধরে প্রয়াত ছাত্র নেতার মূর্তির সামনে ফুল রাখা ছিল পথ চলতি সাধারণ মানুষ যাতে তাদের প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে পারে।