প্রয়াত তৃণমূল নেতার স্মরণসভা খয়রাশোলে

Spread the love

প্রয়াত তৃণমূল নেতার স্মরণসভা খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
প্রয়াত তৃণমূল নেতা অশোক ঘোষের স্মরণ সভা অনুষ্ঠিত হয় ১২ ই আগস্ট মঙ্গলবার । অন্যান্য দিনের মতো কর্মস্থল কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে ভীমগড় দিকে যাবার পথে দুষ্কৃতিকারীরা তাকে মোটরসাইকেল চলতি অবস্থায় গুলিবিদ্ধ করে হত্যা করেন । ঘটনাটি ২০১৩ সালের আজকের দিনে খয়রাশোল থানার চূড়র-ভীমগড় রাস্তার চূড়র কলোনী সংলগ্ন পাকা রাস্তার উপর ।মৃত্যু পরবর্তীতে প্রত্যেক বছর খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেসের তরফে স্মরণসভার আয়োজন করা হয়। সেরূপ এবারেও খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেসের তরফে চূড়র- ভীমগড় রাস্তার উপর প্রয়াত অশোক ঘোষের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান।তার নিজ গ্রাম কেন্দ্রগড়িয়ায় আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান। পরবর্তীতে খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেসের পুরাতন দলীয় কার্যালয়ে প্রয়াত অশোক ঘোষ ও আনিসুর রহমানের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও মাল্যদান করা হয়।খয়রাশোল দলীয় কার্যালয়ে উপস্থিত তৃনমূল নেতৃত্ব প্রয়াত অশোক ঘোষের স্মৃতিচারণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *