প্রয়াত পিতার স্মৃতিতে কম্বল বিতরণ করলেন দুই পুত্র
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
গুসকরার ক্ষেত্রপালতলার বাসিন্দা প্রয়াত অবনী রানা ভালবাসতেন মানুষকে, নিজের সীমিত সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়াতেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।
প্রয়াত পিতার এই মানবিকতার প্রতি সম্মান জানিয়ে ‘রানা’ পরিবারের পক্ষ থেকে তাঁর দুই পুত্র সুবীর রানা ও প্রবীর রানা পিতার স্মৃতির উদ্দেশ্যে ২৪ শে ডিসেম্বর বড়দিনের প্রাক্কালে ‘নতুন দিশা’ পাঠশালার ষাট জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেন নতুন কম্বল।
কম্বল বিতরণের সময় দুই পুত্র ছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত অবনী রানার স্ত্রী সন্ধ্যা রানা সহ পরিবারের সমস্ত সদস্য এবং পাঠশালার শিক্ষক-শিক্ষিকা ও 'নতুন দিশা'-র কর্মকর্তারা।
সন্ধ্যা দেবী বললেন - প্রয়াত স্বামীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার দুই পুত্র ও পরিবারের অন্যান্য সদস্যরা আজ যে উদ্যোগ নিয়েছে তাতে আমি গর্বিত। আগামী দিনেও আমার পুত্রদের আমি এই ভূমিকায় দেখতে চাই। মা হিসাবে আমি ওদের আশীর্বাদ করি।