প্রয়াত বিধায়ক সুনীতি চট্টরাজ এর ৮৫ তম জন্ম বার্ষিকী পালন, বীরভূমে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- ২৫শে ডিসেম্বর সোমবার বীরভূম জেলার সিউড়ি আর টি গার্লস স্কুলের সন্নিকটে একদা স্থানীয় এলাকার প্রয়াত বিধায়ক সুনীতি চট্টরাজ এর ৮৫ তম জন্ম বার্ষিকী পালন করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানের আয়োজক সুনীতি চট্টরাজ স্মৃতি রক্ষা কমিটি। এদিন তার অনুরাগীরা প্রয়াত বিধায়কের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।জানা যায় যে,তিনি সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের প্রতিকে প্রতিদ্বন্ধিতা করে তিনবার বিধায়ক নির্বাচিত হন যার মধ্যে একবার ক্ষুদ্র ও সেচ দপ্তরের উপমন্ত্রী হয়েছিলেন।এলাকায় ছোটো বড়ো সকলের কাছে তিনি সোনা দা নামেই বেশি পরিচিত ছিলেন। এদিন তার রাজনৈতিক জীবন সংগ্রাম সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খতিয়ান ব্যক্ত করেন উপস্থিত বক্তাগন তাদের বক্তব্যের মাধ্যমে।স্মৃতিচারনায় উপস্থিত ছিলেন সুনীতি চট্টরাজ স্মৃতি রক্ষা কমিটির সভাপতি মৃনাল কান্তি বসু। প্রধান অতিথি হিসেবে ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী (উতু)।এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন সিউড়ি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক চট্টরাজ, বোলপুর বার অ্যাসোসিয়েন এর সভাপতি দেব কুমার দত্ত, মানস ঘোষ, পুলক রায়, জহর রায় প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।উল্লেখ্য সিউড়ি পৌরসভার উদ্যোগে সিউড়ি শহরে উৎসব মেলার আয়োজন করা হয়েছে। সেখানে সুনীতি চট্টরাজের জন্মদিন উপলক্ষে উৎসব মেলাটি উৎসর্গ করা হয়। প্রকৃত নেতার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য সুনীতি চট্টরাজ স্মৃতি রক্ষা কমিটির পক্ষ সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী কে অভিনন্দন জানান।