প্রয়াত স্বর্ণশিল্পীর স্মরণসভা মেমারিতে
আনোয়ার আলি, মেমারি, ১৬ ডিসেম্বর ২০২৪
মেমারি নিবাসী স্বর্ণশিল্পী দেবকুমার অধিকারীর অকাল প্রয়াণে সোমবার পূর্ব বর্ধমান জেলার মেমারি সোনাপট্টিতে একটি স্মরণসভার আয়োজন করা হয়। বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সোনাপট্টি এলাকার স্বর্ণ ব্যবসায়ী, স্বর্ণশিল্পীরা একত্রিত হয়ে প্রয়াত দেবকুমার অধিকারীর ফটোতে মাল্যদান ও পুষ্পার্ঘের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে প্রয়াত দেবকুমার অধিকারীর আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।
বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি মেমারি শাখার সম্পাদক রাজু পাল বলেন, গত ৯ ডিসেম্বর শারীরিক অসুস্থতার কারণে অকাল প্রয়াণ হয় দেবকুমার অধিকারীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। স্বর্ণশিল্পীর স্মরণে সোমবার পুরো দিন সোমবার মেমারির সমস্ত সোনা-রূপোর দোকান বন্ধ রাখা হয়েছে।