প্রশান্তির ঠিকানা
কৃষ্ণা গুহ (কলকাতা)
বিশ্ব জুড়েই কামনা বাসনা জানি!!
তবুও মনে হয়
লুকানো আছে প্রশান্তির ঠিকানা !!
খুঁজে নিতে হবে!!
জগৎ কি শুধু লোভ লালসার?
না না তা নয় !!
এ যে প্রেমেরও ভান্ডার।
আমিত্ব অহং বোধ মন কে করে বিচলিত।
অমৃত প্রেম সুধা ছড়িয়ে আছে বিশ্ব জুড়ে ,
আমিত্বের বেড়াজাল ভেদ করে নিতে হবে খুঁজে।
হে জ্যোতির্ময় !!
তুমি তো অনন্ত দয়ার কল্যাণ ময় দ্যুতি,
সত্যম শিবম সুন্দরম ।
তুমি মহাকাল __
তুমি আদি, তুমি অনন্ত।
উন্মোচন করো ঐশ্বরিক চেতনার বিকাশ!!
প্রতিটি হৃদয়ে জ্বলুক জ্ঞানের আলো।
অজ্ঞানতার কূপ থেকে বের হয়ে প্রজ্ঞা জ্ঞানের আলো দাও প্রতি প্রাণে।
অন্ধকারের প্রাচীরের ও পারেই রয়েছে ঐশী আলোর ঠিকানা।
মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলি চল, একদিন ঠিক পৌঁছে যাব প্রশান্তির ঠিকানায় ।
গুনগুনিয়ে গাইবো সবাই
“মন চলো নিজ নিকেতনে।”