প্রাক পুজোর মূহূর্তে একাডেমিতে আয়োজিত একক সৃজনশীল স্থিরচিত্র প্রদর্শনীতে সংবর্ধিত হলেন অভিনেত্রী তামান্না সুলতানা
সম্প্রতি দুর্গাপুজোর প্রাক- মূহূর্তে একাডেমিতে আয়োজিত অনুপম হালদারের প্রদর্শিত ছবির বিষয় উমার আগমন। দেবীপক্ষ আরও যেন মূর্ত হয়ে ওঠে অনুপমের ছবির প্রদর্শনীতে। ব্যক্তিজীবনে এক উচ্চ পদস্থ সরকারি আধিকারিক অনুপম তাঁর অনুপম স্থিরচিত্র প্রদর্শনীতে শিল্পী অনুপম সম্বর্ধিত করেন বেশকয়েকজন ব্যক্তিত্বকে। এঁদের অন্যতম অভিনেত্রী মন্দাকিনী, পাওলি দাম ও নবাগতা তামান্না সুলতানা। অনুপমের ছবি ইতিমধ্যেই দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। বিভিন্ন পাঁচতারা হোটেলে স্থান পেয়েছে তাঁর ছবি। পেয়েছেন বেঙ্গল এক্সিলেন্স এ্যাওয়ার্ড, বাংলাদেশের টেলিভিশন রিপোর্টার্স ট্রাবএ্যাওয়ার্ডসহ বহু পুরষ্কার। দুদিনের প্রদর্শনীতে বহু স্থিরচিত্র অনুরাগী ও শিক্ষার্থীরা অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেন।
নবাগতা মডেল ও অভিনেত্রী তামান্না সুলতানা বলেন, মডেলিং জগতে বেশ কিছুদিন থাকলেও চলচ্চিত্র তথা বিনোদন জগতে আমার পদক্ষেপ সম্প্রতি। তবু অনুপম হালদারের মত প্রতিভাবান শিল্পী তাঁর ছবির প্রদর্শনী করলেন একাডেমির মত বাংলার ঐতিহ্যশালী প্রদর্শনী কক্ষে। সেই সংস্কৃতিরপীঠস্থানে আমাকে সম্বর্ধনায় আমি আপ্লুত। আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল।