প্রাথমিক ও নিন্মবুনিয়াদি বিদ্যালয় সমূহের পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা খয়রাশোল চক্রে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডঃ প্রলয় নায়েকের পরিকল্পনা মাফিক জেলাজুড়ে প্রাথমিক ও নিন্মবুনিয়াদি বিদ্যালয় সমূহের পড়ুয়াদের মধ্যে প্রতিভার সন্ধানে এক নতুন কর্মসূচির সূচনা করেন। যাহা একমাত্র বীরভূমেই এরূপ নতুনত্ব কর্মসূচির সূচনা হয়েছে।সেই মোতাবেক জেলার প্রতিটি বিদ্যালয়ে ও নিন্মবুনিয়াদি বিদ্যালয়ে বাছাই পর্ব হয়। এরপর পঞ্চায়েত ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাই পর্বে প্রথম স্থানাধিকারীদের নিয়ে খয়রাসোল সার্কেল পর্যায়ে সোমবার খয়রাসোল ব্লকের রানীপাথর নিন্মবুনিয়াদি বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। জানা যায় খয়রাশোল চক্রের অধীনস্থ ৫টি পঞ্চায়েত এলাকার ৭০ টি প্রাথমিক ও নিন্মবুনিয়াদি বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে রবীন্দ্র নৃত্য, অঙ্কন,যেমন খুশি সাজো,কবিতা পাঠ,আবৃতি পাঠ,হাতের লেখা,লোকনৃত্য সহ মোট ১২ টি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে।
এদিন মোট ৫৭ জন প্রতিযোগী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ নেয়।প্রতিযোগিতায় কচিকাঁচাদের পাশাপাশি অভিভাবকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য সার্কেল পর্যায়ে ১ম স্থানাধিকারী আগামীতে জেলা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আয়োজকদের সূত্রে জানা যায়। এদিন প্রতিটি বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের শংসাপত্র, ট্রফি, টিফিন বক্স ও একটি করে গাছের চারা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন খয়রাশোল অবর বিদ্যালয় পরিদর্শক আশিষ মাহাতা,বীরভূম জেলা প্রাথমিক সংসদের যুগ্ম ক্রীড়াও সাংস্কৃতিক কো অর্ডিনেটর সুদীপ মাহাতা ও অরিন্দম বোস,জেলা প্রাথমিক শিক্ষা সেলের মেন্টর প্রদীপ মন্ডল, সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও বহু বিশিষ্টজনরা। একান্ত সাক্ষাৎকারে খয়রাসোল অবর বিদ্যালয় পরিদর্শক আশিষ মাহাতা বলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডঃ প্রলয় নায়ক এর মস্তিষ্কপ্রসূত এই কর্মসূচি। যাহা শুধুমাত্র বীরভূম জেলার মধ্যে চলছে।এই সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে খুদে পড়ুয়াদের প্রতিভার অন্বেষণ করা। পাশাপাশি অনেকেই পড়াশোনা সময়টুকু বাদ দিয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ে।এই কর্মসূচির ফলে সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি পাবে, স্বভাবতই মোবাইলের অপব্যবহার কমবে। আগামী বছর যদি জেলা ভিত্তিক কর্মসূচি না চলে তাহলেও আমরা খয়রাসোল চক্রের পক্ষ থেকে কর্মসূচি বজায় রাখার চেষ্টা করবো।