প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ শিবির সারেঙ্গা য়,
সাধন মন্ডল বাঁকুড়া:———সমগ্র শিক্ষা মিশন বাঁকুড়া এর উদ্যোগে ও সারেঙ্গা চক্র সম্পদ কেন্দ্রের পরিচালনায় রাগ প্রাথমিক পাঠক্রম পাঠ্যসূচি ও পাঠদান বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো সারেঙ্গা চক্র সম্পদ কেন্দ্রের পিরোর গাড়ি মোড় স্থিত স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে।প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ঘটাতে শিক্ষা দপ্তরের উদ্যোগে সারেঙ্গা চক্রের শিক্ষিকা শিক্ষকদের প্রাক প্রাথমিক শ্রেণীর শিশুদের পড়াশোনা প্রতি আগ্রহ বাড়াতে বিহান নামে হাতে-কলমের বিশেষ প্রশিক্ষণ শিবির শেষ হলো আজ। চারদিনের এই প্রশিক্ষণ শিবিরে দেড়শ জন শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করেছিলেন। আজকের শিবিরে উপস্থিত ছিলেন সারেঙ্গাচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু। ফুল ,পাতা, রং ,কাগজের টুকরো, ফেলে দেওয়া কাপড়ের টুকরো ইত্যাদিকে কিভাবে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, যেগুলো শিশুদের মনে আকর্ষণ বাড়াবে সেগুলোই হাতে-কলমে শিক্ষা গ্রহণ করলেন শিক্ষক শিক্ষিকারা। চার দিনের এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সুভাষ গরাই ও স্বর্ণ দ্বীপ সাহু । শিক্ষক সঞ্জয় মাহাতো, চন্ডি চরণ মন্ডল বিশ্বর ূপ পাল, অজয় রাউত, হিমাংশু মিশ্র ,রাম রঞ্জন মিশ্র, শিক্ষিকা সোনালী চক্রবর্তী। সীমা বক্স রা বলেন অনেকদিন পর এই ধরনের একটি প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে অনেক কিছু শিখলাম ছাত্র-ছাত্রীদের মধ্যে সেগুলি প্রয়োগ করে শিক্ষার উন্নয়ন ঘটানোর চেষ্টা করব। চারদিন ধরে বিশেষ প্রশিক্ষণ শিবিরে শিক্ষক-শিক্ষিকারা শিক্ষা গ্রহণ করলেন এই ধরনের প্রশিক্ষণ শিবির শুরু হওয়ায় খুশি শিক্ষক শিক্ষিকারা।