প্রার্থীর সমর্থনে জনসংযোগ যাত্রা সারেঙ্গায়
। সাধন মন্ডল, বাঁকুড়া:—-বাঁকুড়া ৩৬ নম্বর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবী বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসংযোগ যাত্রা আজ অনুষ্ঠিত হলো সারেঙ্গা ব্লকের চিল তোড় ও নেতুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, প্রথমে চিলতোড় গ্রামে রঘুনাথ ও শিব মন্দিরে পুজো দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু,সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অভিজিৎ বিশ্বাস,। কর্মাধ্যক্ষ শেখর রাউত, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণীসম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ অজিত দাস ধীবর ,চিলতোড় অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জীব মন্ডল, সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৃষ্ণেন্দু মাহাতো, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুভাষ মাইতি, বাসুদেবপুর বুথ সভাপতি নীলকান্ত মন্ডল, সহ ব্লক ও অঞ্চল স্তরের নেতৃবৃন্দ ও দলীয় কর্মীবৃন্দ। এরপর তারা অঞ্চলের ঢেপুয়া, দামদি, ময়না ,বাঁশকোপা, পানচুড় , প্রভৃতিএলাকায় বাড়ি বাড়ি প্রচার চালান ।এলাকার বিভিন্ন বুথে দলীয় কর্মীবৃন্দ হাজির হয়ে তাদের অভাব অভিযোগের কথা শোনেন এবং আগামী লোকসভা নির্বাচনে তাদের প্রিয় প্রার্থী অরূপ চক্রবর্তী কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। এ ব্যাপারে সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র বলেন দলীয় নির্দেশ মেনে আমরা কয়েক দিন ধরেই সারেঙ্গা ব্লক এলাকায় জনসংযোগ যাত্রা করে চলেছি আজ এই যাত্রা ছিল চিলতোড় এবং নেতুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । আজকের প্রথম পর্বের কর্মসূচিতে উপস্থিত কর্মীবৃন্দ পানচুড় গ্রামে মধ্যাহ্নভোজনে অংশগ্রহণ করেন সেখানে নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দের জন্য খিচুড়ি ও চাটনির ব্যবস্থা করা হয়েছিল। বিকেলে নেতুরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন মন্ডল এর উদ্যোগে বেলা টিকরি ,নতুনডিহি, মৌকুড়া, জাম্বনি, নেতুরপুর এলাকায় জনসংযোগ যাত্রা করা হয়। এই জনসংযোগ জায়গা প্রায় ব্লক স্তরের নেতৃবৃন্দ ছাড়াও অঞ্চলের বুথসভাপতিগন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতা দেশবন্ধু পন্ডা, নেতুবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ,উপপ্রধান রাজু লোহার সহ বিশিষ্টরা ।প্রতিটি গ্রাম এলাকায় এই উপলক্ষে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ।নেতুরপুর অঞ্চলের মূল জনসংযোগ অনুষ্ঠানটি হয় বেলাটিকরি গ্রামে। সেখানে উপস্থিত সকলের জন্য আইসক্রিমের ব্যবস্থা ছিল।সেখানে তিন শতাধিক মানুষ হাজির হয়েছিলেন।।