প্রিয় গোপাল বিষয়ী বেহালার নতুন শোরুম
দুর্গাপুজোর প্রাক্কালেই দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার রোডের বেহালা ১৪ নম্বরে বিপরীতে প্রিয় গোপাল বিষয়ী নতুন শোরুমের শুভ সূচনা হয়।পুজো মানেই শাড়ি,শাড়ি বললেই একটাই প্রতিষ্ঠান যার নাম প্রিয় গোপাল বিষয়ী।এই নিয়ে ১১তম শাখার শুভসূচনা করেন তার অন্যতম কর্ণধার সুরভী লাহা মহাশয়া।বেহালার প্রিয় গোপাল বিষয়ীর সবচেয়ে ন্যূনতম প্রোডাক্ট এর দাম ৫০০ টাকা থেকে শুরু।
বেহালা থেকে শুভ ঘোষের রিপোর্ট