প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শিল্পী ক্রিয়েশন্স নিবেদিত, নৃপেন বিশ্বাস প্রযোজিত ও শিল্পী চক্রবর্তী পরিচালিত নতুন বাংলা কাহিনীচিত্র ‘Online হবে’।

Spread the love

প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শিল্পী ক্রিয়েশন্স নিবেদিত, নৃপেন বিশ্বাস প্রযোজিত ও শিল্পী চক্রবর্তী পরিচালিত নতুন বাংলা কাহিনীচিত্র ‘Online হবে’।

কাহিনীচিত্রের মুক্তির আগে আজ এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হল ‘Online হবে’-র পোস্টার ও ট্রেলার।

পোস্টার ও টিজার মুক্তি উপলক্ষ্যে আইসিসিআর-এর তিন নম্বর লেকচার হলে উপস্থিত ছিলেন এই কাহিনীচিত্রের অভিনেতা তমাল রায়চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, শিশু অভিনেতা যশ চ্যাটার্জি সহ একাধিক কুশীলব।

পোস্টার উন্মোচনের ও ট্রেলার মুক্তির পর এই কাহিনীচিত্রের কাহিনীকার, চিত্রনাট্যকার তথা পরিচালিকা শিল্পী চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “৯৪ মিনিটের এই কাহিনীচিত্র বর্তমান সমাজের এক জ্বলন্ত সমস্যার দিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *