প্রেমের অগ্নি কন্যা
মারুফ খাঁন
কে তুমি? আমি প্রেমের অগ্নি কন্যা,তোমাকে বলছি–‘চোখ খুলে দেখো!
তোমার সামনে দাঁড়িয়ে।
ভালোবাসা মানে না –ফুটন্ত জল কিংবা আগুন
তোমার দৃষ্টিশক্তি,
অবিশ্বাস্য,,,
নিরব;নিস্তব্ধ;যেন মরুভূমির মরীচিকা বালি নয়;
গোপনীয় দুই নয়নে অশ্রু,!
মুখে মধু বুলি মন জানে–রাত্রি সুন্দর!
সুন্দর প্রকৃতি
সুন্দর চন্দ্র সূর্য তারা।আরো সুন্দর তুমি!
খোলা আকাশের নিচে চলতে চলতে
একাকিত্বে,বনজঙ্গলে,ধরেছি যেদিন তোমার হাত
মনে রেখেছি,
মাথায় বাঁধা ফেট্টি কাপড় পরনে হাফপ্যান্ট।
হৃদয় কেঁপেছিল
পাড়ি দিয়েছি বরফের পর্বত,শীতকাল।
তুমি সেই অগ্নিকন্যা,মায়া জালে রেখেছো ঘিরে
প্রেম প্রণয়ে
সাগর নদী পেরিয়ে আজ তোমার কাছে।
সাবালক নাবালক আজ বুঝে গেছি
সমাজের মাঝে চাঁদের মত তুমি হ্যাঁ তুমি,,,
চোখ খুলে দেখো
ভালোবাসা বেঁচে থাকে সব জয় করে।