আমিরুল ইসলাম,
প্রেম, প্রীতি, ভালবাসার বার্তা দিতে পায়ে হেঁটে ১৭ টি রাজ্য পেরিয়ে মঙ্গলকোটে পা রাখলেন উত্তরপ্রদেশের এক যুবক।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে ত 445 দিন পায়ে হেঁটে পৌঁছালেন উত্তরপ্রদেশের এক যুবক ভানু মহাজন।
তিনি জানিয়েছেন তার পায়ে হাঁটার মোট রাস্তা ৫১ হাজার কিলোমিটার।
তিনি বাড়ি থেকে বেরিয়ে ঠিক করে নিয়েছেন যে সাধারণ মানুষকে তিনি প্রেম প্রীতি ভালবাসার বার্তা দিবেন বার্তা দেবেন সম্প্রীতির।
তিনি ঠিক করেছেন যে চলার পথে সমস্ত ধর্মস্থান তিনি দর্শন করবেন। তাই তিনি মন্দিরে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, গির্জা যাচ্ছেন ও বিভিন্ন মাজারে যাচ্ছেন।
তিনি সাধারণ মানুষকে সম্প্রীতির বার্তা দিচ্ছেন।
তার এই পায়ে হেঁটে ভারত বর্ষ ভ্রমণ কে স্থানীয়রা অনেক প্রশংসা করেছেন।
।