প্রয়াত অঞ্চল সভাপতির স্মৃতিতে উপহার হিসাবে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র

Spread the love

প্রয়াত অঞ্চল সভাপতির স্মৃতিতে উপহার হিসাবে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র

সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -:

        প্রয়াত উত্তম রায় চৌধুরী ছিলেন আউসগ্রাম-১ নং ব্লকের অন্তর্গত বিল্লগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এবং একজন দক্ষ সংগঠক। তার হাত ধরে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বছর চারেক আগে তাঁর মৃত্যুর পর গত চারবছর ধরে বিল্লগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং পরিবারের সদস্যদের সক্রিয় সহযোগিতায় দুর্গাপুজোর প্রাক্কালে এলাকার দুস্থদের মুখে হাসি ফোটানোর জন্য উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে নতুন বস্ত্র। এবারও তার ব্যতিক্রম ঘটলনা।

  ২২ শে সেপ্টেম্বর বিল্লগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ৩০০ জন গরীব মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। নতুন বস্ত্র পেয়ে তারা খুব খুশি।

    'উত্তম স্মৃতি' বস্ত্র উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউসগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্ডার, আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল  কংগ্রেস সভাপতি শান্তা প্রসাদ রায়চৌধুরী, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, স্থানীয় অঞ্চল সভাপতি অনুপ ঘোষ, বান্টি দাস এবং সুমন মুখার্জ্জী, রণিত ঘোষাল সহ অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী।

    পরিবারের পক্ষ থেকে শান্তা প্রসাদ রায়চৌধুরী বললেন, দাদার মৃত্যুর পর আমাদের পরিবারের সদস্যরা যেমন ভেঙে পড়েছিলেন তেমনি এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা ভেঙে পড়েন। মূলত তাদের সহযোগিতায় দাদার স্মৃতিতে আমরা এই বস্ত্র উপহার অনুষ্ঠানের আয়োজন করে থাকি। 

    অন্যদিকে বিধায়ক বললেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বদা মানুষের পাশে থাকে এটা তার প্রমাণ। পুজোর সময় সবার মুখে হাসি ফুটুক এটাই আমাদের দলনেত্রী এবং দলের সর্রভারতীয় সাধারণ সম্পাদক চান। এখানে উপস্থিত থাকতে পেরে খুব ভাল লাগছে। 

  প্রসঙ্গত, বিধায়ক নিজেও পুজোর প্রাক্কালে আউসগ্রামের বিভিন্ন এলাকার তিন শতাধিক দুস্থর হাতে উপহার হিসাবে নতুন বস্ত্র তুলে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *