বড় পীর হজরত আব্দুল কাদের জিলানীর তিরোধান দিবস উপলক্ষে ফাতেহা ইয়াজ দহম আজ অনুষ্ঠিত হলো বাঁকুড়ার পাত্রসায়েরের সৈয়দপুর খানকাহ এ কাদেরীয়া নুদরাতিয়া আস্তানা পাকে। সকাল ১১ টায় অনুস্ঠানের সূচনা হয়। সূচনা করেন খানকাহ পাকের পীর জাদা সৈয়দ এজাজ আহমেদ কাদেরী মুনামী। তিনি সূচনায় ভারতবর্ষে ইসলাম প্রচারে সুফি ইজম্ তথা পীর ফকির দের উদারতার কথা বলেন।
সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন খানকাহ পাকের গদ্দিনশীন পীর সাহেব কাদেরীয়া পন্থী সুফি সাধক হজরত সৈয়দ ফজলুর রহমান কাদেরী আল মুনামী।
, তেলুড় মসজিদের পেশ ইমাম মহম্মদ সদরুল আলম, মৌলানা ইউনুস কাদেরী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বড় পীর সাহেবের জীবন দর্শনে সাম্য মৈত্রী শান্তি ও সম্প্রীতির কথা বার বার বলেন।
বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়।
উপস্থিত নারী পুরুষ দের জন্য পৃথক ব্যবস্থা ও দুপুরে আহারের ব্যবস্থা করা হয়।