সাধন মন্ডল, ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো প্রতিরোধী দিবস উপলক্ষে বিশেষ সচেতনতা মিছিল অনুষ্ঠিত হলো আজ রাইপুর বাজারে ব্লক সহ কৃষি অধিকর্তার করনের উদ্যোগে। মিছিলে পা মেলালেন রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক, হীরক বিশ্বাস,রাইপুর থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাজি সহ রাইপুর ব্লক সহ কৃষি অধিকর্তা তথাগত নাথ কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দুলে সহ বিশিষ্টরা এবং এলাকার ফার্মার্স ক্লাবের সদস্য সদস্যাবৃন্দ। এই সচেতনতার মিছিলটি সারা বাজার পরিক্রমা করে থানা গড়া বাস স্ট্যান্ড ও সবুজ বাজার ের দুটি পথসভা অনুষ্ঠিত হয় সেখানে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ক্ষতিকর দিকগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন ব্লক সহ কৃষি অধিকর্তা তথাগত নাথ, রাইপুর থানা আইসি, সুপ্রিয় রঞ্জন মাজি প্রমুখ।