ফাঁদ
** দিলীপ রঞ্জন ভাদুড়ী।
বলছে সবাই ভয় কিসের
আমরা তোমার সঙ্গে আছি।
এমন সময় শুনতে পাবেই
আমরা বাঙালি,বঙ্গ বাসী।
আমরা যখন সব হারিয়ে
মুখোশ পড়া নাঁচ কে দেখি,
হয়তো এবার হাল হকিকত
হঠাৎ করেই ,বদল নাকি!
কে ওই ফেরিওয়ালা
এলো আবার, মাথায় ঝাঁকি,
যা চাইবে,সবই পাবে
নিতে পারো সবই বাঁকি।
বসন্তে এখন কোকিল পাবে
কাকের বাসায় জন্ম যাঁর,
নিজের যাঁর নেই বাড়িঘর
তাঁরাই নাইয়া,বাইছে দাঁড়।
আমরা যাত্রী মরু পথে
বাঁচার জন্য চাইছি জল,
উটের পিঠে সওয়ারী হয়ে
মরীচিকা আর শুধুই ছল।
———-