‘ফাটাকেষ্টর কালীপুজো’ সমগ্র ভারতবর্ষে এক পরিচিত নাম –
মৃত্যুঞ্জয় রায়,
কলকাতার কালীপুজোর ইতিহাস যত পুরনো, ততই তার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কিংবদন্তি, রোমাঞ্চ আর ভক্তির গল্প ।
উত্তর কলকাতার ১২১, সীতারাম ঘোষ স্ট্রিট অর্থাৎ কলেজস্ট্রিটের এক গলির মধ্যে প্রতিবছর যে পুজোটি হয়ে থাকে, সেটিই আজ ‘ফাটাকেষ্টর কালীপুজো’ নামে সমগ্র ভারতবর্ষে এক পরিচিত নাম।
এই পুজোর আয়োজক ‘নব যুবক সঙ্ঘ’। সারা দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অভিনেতা, খেলোয়াড় থেকে সাহিত্যিক সকল ক্ষেত্রের গুণীজনরাই এই পুজোতে অংশগ্রহণ করতে আগ্রহী থাকেন। পুজো কমিটির সেক্রেটারি প্রবন্ধ রায় (ফান্টা দা) জানিয়েছেন যে এবার ৬৮ বছরে পদার্পন করেছে এই পুজো।
১৮ অক্টোবর ২০২৫ তারিখে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ ও অভিনেত্রী জুন মালিয়া ,বিধায়ক মদন মিত্র,অনুপম হালদার যুগ্ম কমিশনার আবগারিদপ্তর- পশ্চিমবঙ্গ সরকার, বিধায়ক সুপ্তি পান্ডে, বিধায়ক দেবাশিস কুমার, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, কাউন্সিলার সাধনা বোস, কাউন্সিলার সুপর্ণা দত্ত, কাউন্সিলার বিস্বরূপ দে, অভিনেত্রী ও মডেল সাথী সরকার এবং এবছরের প্রতিমা শিল্পী মিন্টু পাল।