ফিলিস্তিনি বাসীদের জন্য দোয়া প্রার্থনা সভার আয়োজন রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- দীর্ঘদিন ধরেই ইজরায়েলি ও প্যালেস্টাইনের যুদ্ধের ফলে নিহত ও যখম হয়েছে বহু ফিলিস্তিনি। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে ইজরায়েলি হানার নিন্দা জানানো হয়। পাশাপাশি যুদ্ধে নিহত এবং জখম সমস্ত ফিলিস্তিনিদের জন্য বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় রাজনগর ব্লকের খোদাইবাগ গ্রামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং গ্রামবাসীদের ব্যবস্থাপনায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার রাজনগর ব্লকের খানকাহ- এ-বোখারিয়া, গাইসাড়া শরীফের গদ্দীনসীন পীরে তরীকত হজুর সইফ এ মিল্লাত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল হোসেন বোখারী। তিনি এক সাক্ষাৎকারে বলেন ফিলিস্তিন সহ দেশের অন্যন্য রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তা খুবই নিন্দনীয়, এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। সমগ্র ভারতজুড়ে হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষ যাতে একসাথে শান্তিপূর্ণ বসবাস করতে পারে তার প্রচেষ্টা সকলের করা উচিত। সেই সঙ্গে আরও বলেন যে,আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে কোনরকম ভেদাভেদ সৃষ্টি না করে ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেই বার্তাই দেন পীরসাহেব সৈয়দ সাইফুল হোসেন বোখারী।