ফুটপাতের মা দুর্গা
বিদিশা সামন্ত (ব্রাহ্মণখণ্ড, বীরভূম)
দুর্গা পূজোয় তো আমরা সকলেই আনন্দ করব,
কিন্তু তাদের কথা কি একবারও ভেবে দেখেছো?
যাদের নেই কোনো পড়ি, নেই কোনো সংসার,
যারা সারাদিন করে বেড়ায় হাহাকার।
যারা একপ্লেট শুকনো ভাতেই সন্তুষ্ট,
তাদের কথা কি ভাবছো?
যারা হয়তো পুজোয় একটা জামাও পায়না, কিন্তু তুমি, পূজোয় দশটা জামাতেও সন্তুষ্ট হও না।
হ্যাঁ, আমি অদের তাদের কথায় বলছি,
যারা দিনের পর দিন একটু ভাতের আশায় সারাবছর বসে থাকে,
বসে থাকে একটা নতুন জামা পাওয়ার আশায়
তারা আজও ফুটপাতেই রয়েছে।
কেও লোকের বাড়িতে কাজ করে কিংবা কেও ফুল বিক্রি করেই দিন কাটিয়ে দিচ্ছে। রোজগার না হওয়ায় দু-চার টাকার বিস্কুট কিনে খাচ্ছে।
তোমরা কি বুঝতে পারছো তাদের অভাব কিন্তু তারপরেও তাদের নরম মনের কথা বলা স্বভাব।
তোমার খিদে পেলে তুমি নষ্ট করছো নিজের স্বভাব-চরিত্র
কিন্তু তারা খিদে পেলে খুঁজে পাচ্ছে না কোনো কাঁদার অর্থ?
তবুও তারা কেঁদেই যাচ্ছে,
তোমরা কি অনুভব করছো তাদের কান্না?
খিদে পেলে তোমরা বল, মা তোমার কি হয়নি এখনো রান্না?
কিন্তু তারা এসব বলার কোনো সুযোগই পায় না।
তাই আমার কাছে আসল দুর্গা সেই,
যারা সারাদিন কাজ করে, কোনো ক্লান্তি ছাড়াই।