সাধন মন্ডল,
অনূর্ধ্ব -১৭ বছর বালকদের সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় জেলার সেরার সেরা হল জঙ্গলমহলের সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠের ফুটবল দল। মহকুমা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল গড় রাইপুর উচ্চ বিদ্যালয় এর মাঠে সেখানে কৃষ্ণপুর গোয়ালডাঙ্গা এস এস বিদ্যাপীঠ কে হারিয়ে মহাকুমার সেরা হয়েছিল এরপর ২৪ শে জুলাই বাঁকুড়া স্টেডিয়ামে জেলার পর্যায়ের খেলায় সেরার সেরা মুকুট ছিনিয়ে নেয় সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠের ফুটবল দলটি। উল্লেখ্য আগামী ২৭ এ জুলাই কলকাতায় রাজ্য পর্যায়ের সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেখানে অংশগ্রহণ করবে বাঁকুড়া জেলা চ্যাম্পিয়ন সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠের ফুটবল দল। ফুটবলে সারেঙ্গা সবদিনেই একটা বিশেষ জায়গা করে নিয়েছে বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ছাড়াও সারেঙ্গা একাদশ ফুটবলের ইতিহাসে একটি উজ্জ্বল নাম। সারেঙ্গাতে নিয়মিতভাবেই ফুটবল চর্চা হয়ে আসছে যা ব্রিটিশ আমলে শুরু হয়েছিল তা আজও বিদ্যমান।