ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হলো দুর্গাপুর সংঘ
সৌভিক সিকদার, আউসগ্রাম, পূর্ব বর্ধমান -:
নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল গোলশূন্য। অবশেষে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ভাতার রাধামোহনপুর সংঘকে টাইবেকারে পরাস্ত করে দেয়াসা-আলিগ্রাম আদিবাসী মা মনসা ক্লাবের পরিচালনায় দুই দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী হলো দুর্গাপুর সংঘ। খেলার শেষে উভয় দলের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। প্রসঙ্গত দুইদিন এই ব্যাপী ফুটবল প্রতিযোগিতায় মোট ২৪ টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে ফুটবল প্রেমী মানুষের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক।
উপস্থিত ছিলেন আউসগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার, আউসগ্রাম-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় ও সহ-সভাপতি শিলা মাড্ডি সহ, আউসগ্রাম-১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তান্তাপ্রসাদ রায়চৌধুরী, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য, তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী শামিম মাসুদ, স্থানীয় পঞ্চায়েত প্রধান নমিতা খাঁ, বিশিষ্ট যুব তৃণমূল কংগ্রেস নেতা নির্মল কুমার ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিধায়ক বললেন, বাঙালির রক্তের সঙ্গে মিশে আছে ফুটবল। আমার বিশ্বাস এইধরনের প্রতিযোগিতার হাত ধরে বাংলার ফুটবল আবার তার অতীত গৌরব ফিরে পাবে।