সাধন মন্ডল,
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনায় রাইপুর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ফুলকুসমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হলো দুয়ারে ডাক্তার শিবির যা জেলার ইতিহাসে এই প্রথম ।এত বড় স্বাস্থ্য শিবির এর আগে কখনো হয়নি। এদিন ১৫ টি বিভাগে ৬০ জন ডাক্তার উপস্থিত থেকে বিভিন্ন বিভাগের রোগীদের বিনামূল্যে চিকিৎসা করেন ও প্রয়োজনীয় ঔষধ দেন এ দিনের এই শিবিরটি মেলায় পরিণত হয়েছিল । রাইপুর ব্লক এলাকার প্রায় ১৮০০ রুগী এদিন শিবিরে উপস্থিত হয়েছিলেন এবং তারা তাদের চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। এ ব্যাপারে রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রঞ্জন সর্দার বলেন পশ্চিমবঙ্গ সরকারের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার শিবির চলছে। তার মধ্যেই জঙ্গলমহলের রাইপুর ব্লকের ফুলকুসমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জেলার সর্ববৃহৎ বিনা মূল্যে স্বাস্থ্য শিবির দুয়ারে ডাক্তার যা ইতিহাস হয়ে রইল এই ধরনের শিবি র জঙ্গলমহলে এই প্রথম ।এখানে মানুষ তাদের প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পেলেন। এখানে মেডিসিন ,গাইনি, ইএনটি নিউরোলজি ,চক্ষু সহ পনেরোটি বিভাগে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে এ দিনের শিবিরে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে চক্ষু বিভাগে ।অনেক মানুষ জানতেই পারেননি যে তাদের চোখে ছানি পড়েছে অপারেশনের প্রয়োজন আছে আজ শিবিরে তারা সে কথা জানতে পারলেন।আজকের শিবিরে উপস্থিত হওয়া রোগীদের মধ্যে বেশিরভাগ রোগী চক্ষু বিভাগে চিকিৎসা পেলেন তাদের ও অন্যান্য রোগীরা আগামী দিনে কিভাবে পরিষেবা পাবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে। জেলা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকায় এই ধরনের শিবিরের প্রয়োজনীয়তা রয়েছে। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই ধরনের শিবির যাতে আরো বেশি বেশি করে হয় তার জন্য স্বাস্থ্য বিভাগের কাছে অনুরোধ জানান তিনি। শিবিরে উপস্থিত হওয়া সুমিত্রা মান্ডি, রানী কিসকু, কৃষ্ণেন্দু মাহাতো, বীণাপাণি মন্ডল, সুলেখা গরাই, মনি দুলে, রাজীব মন্ডল রা বলেন হাতের কাছে এত সুন্দর চিকিৎসা পরিষেবা এর আগে কখনো পাইনি। সরকারি হাসপাতালে গেলেও এত সুন্দরভাবে চিকিৎসা পরিষেবা পাইনি। যা এখানে পেলাম। আমরা অত্যন্ত খুশি। আমরা কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের কাছে। এই দুয়ারে ডাক্তার শিবির উপলক্ষে ফুলকুসমা এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।