ফুলেদের জমিদারিশ্রী সমরেন্দু চক্রবর্ত্তী

Spread the love

ফুলেদের জমিদারি
শ্রী সমরেন্দু চক্রবর্ত্তী

অনন্যসাধারণ এ চিত্র রচনা,
বাঙময় হেথা একক বাসনা।
একাধারে অফুরান জল স্পর্শ,
আকর্ষে রয়েছে জড়ায়ে আকর্ষ,
কর্ম বাঁধনে হৃদয় জুড়েছে —
ধর্ম বাঁধন ভালবাসায় পুড়েছে!
মোহময় নয়, কর্মময় হাতছানি,
দারিদ্র্য রুখিবে কি সাম্যের বাণী?

হেথা জীবনে জীবন হয়েছে যোগ
এবার নব জীবনের সংযোগ!
ফুলেরা দিতেছে বেপরোয়া ছোঁয়া!
দুরন্ত শৈশবের মাথা কেন নোয়া?
শৈশবে ধরিবে হাল দেশও দশের,
পৃথিবীটা নয় জমিদারি মানুষের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *