সঞ্জয় হালদার,
মহারাষ্ট্রের তাডোবা জঙ্গল থেকে জিনাত এখন পুরুলিয়ায়। ঝাড়গ্রাম পেরিয়ে রুখামাটির জেলাতে বাঘিনী। তার খোঁজে হন্যে বনদফতরের কর্মীরা। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ পুরুলিয়ার বান্দোয়ানে ১ বনাঞ্চলের ঘাঘরা থেকে রেডিও কলারের সিগনাল মিলেছিল। সকাল ১০ টা নাগাদ সে রাইকা পাহাড়ের চূড়ায় রয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বনদফতরের সকল আধিকারিকরা।