ফেরার মেহুল চোকসিকে পেতে ডোমিনিকা যাচ্ছে ইডি
সুকান্ত ঘোষ,
ক্যারিবিয়ান দ্বীপ ডোমিনিয়ায় জেল হাজতে থাকা মেহুল চোকসিকে পেতে ডোমিনিকার স্থানীয় আদালতে আবেদন জানাতে চলেছে ইডি।আজ অর্থাৎ বুধবার ডোমিনিকায় ভারতীয় দূতাবাসের ভারতীয় প্রতিনিধিরা ইডির হেফাজতে চাওয়ার আবেদন টি দাখিল করবে।ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষে ইডির এই আবেদন টি কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ে বিবেচনা করা হয়েছে বলে জানা গেছে। মেহুল চোকসি একজন ভারতীয় এবং এই দেশের আর্থিক দুর্নীতি মামলায় ফেরার অভিযুক্ত বলে ভারতে প্রত্যাবর্তন করার যুক্তি রেখেছে ইডি।গত ২৩ মে এন্টিগুয়া থেকে নৌকায় চেপে ডোমিনিকায় ধরা পড়েন হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে। যদিও ডোমিনিকার বিরোধী দল অভিযোগ করেছে – সরকার অত্যন্ত গোপনে মেহুল চোকসিকে গ্রেপ্তার করেছে। যাতে ভারতে প্রত্যাবর্তন করানো অসম্ভব হয়ে উঠে। যদিও এন্টিগুয়ার প্রধানমন্ত্রী এই ধৃত ব্যবসায়ী কে ভারতে পাঠানোর আর্জি রেখেছেন ডোমিনিকার কাছে।