ফের অবৈধ কয়লা উদ্ধার লোকপুর থানা এলাকায়
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- ফের অবৈধভাবে মজুদকৃত কয়লা আটক করে লোকপুর থানার পুলিশ। জানা যায় রবিবার রাত ভোর লোকপুর থানার পুলিশ বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে নাকড়াকোন্দা পঞ্চায়েত এলাকার ঝাড়খণ্ড সীমান্তবর্তী সগড়ভাঙ্গা জঙ্গলের নানা প্রান্ত থেকে সিমেন্টের বস্তা ভর্তি প্রায় ১১ টন অবৈধভাবে মজুদকৃত কয়লা উদ্ধার করে থানায় নিয়ে আসে।উল্লেখ্য দিন কয়েক পূর্বেও বিশেষ অভিযান চালিয়ে ১২ টন এবং ১৭ টন কয়লা আটক করে। পাশাপাশি ফলের ট্রে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার করতে গিয়ে ও অবৈধ কয়লা ভর্তি পিকআপ ভ্যান আটক করেছিল লোকপুর থানার পুলিশ। এদিন ১১ টন কয়লা উদ্ধারের পাশাপাশি পূর্বতন কয়লা পাচারের অভিযোগে ঝাড়খণ্ড রাজ্যের মুড়াবেড়িয়া গ্রামের বিজ্ঞান গোপ, গনেশ বাগ্দী, বিকাশ বাউরি, চন্ডী বাউরি এবং ভেলাডিহি গ্রামের রাজু ঘোষ কে গ্রেফতার করে। সোমবার ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয় বলে খবর। সূত্রের খবর ঝাড়খণ্ড রাজ্যের পুলিশ অবৈধ কয়লা পাচারের অভিযান চালাতেই বীরভূম সীমান্তবর্তী সগড়ভাঙ্গা জঙ্গলের বিভিন্ন স্থানে ঝোপঝাড়ে লুকিয়ে রেখেছিল পাচারের উদ্দেশ্যে।