ফের অসুস্থ দুই মাধ্যমিক পরীক্ষার্থী, রাজনগর হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিলো
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
মধ্য শিক্ষা পর্ষদ, রাজনগর মাধ্যমিক পরীক্ষা, সেন্টার সেক্রেটারি, তথা রাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক দত্ত বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা গ্রহণ শেষে জানান রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী মৌ মন্ডল এবং লাউজোড় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মল্লিকা দাস আজ হঠাৎই অসুস্থ হয়ে পড়ে।
মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম মেনেই অসুস্থ এই দুই ছাত্রীর রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। উল্লেখ্য
গতকালও রাজনগর উচ্চ বিদ্যালয় এর ছাত্রী প্রীতি মন্ডলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং রাজনগর হাসপাতালেই বসে পরীক্ষা দিয়েছিল। আজকেও সে অন্য দুই অসুস্থ পরীক্ষারর্থীর সাথে হাসপাতালেই পরীক্ষা দিল। আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হয়।
সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানায় অসুস্থ এইসব ছাত্রীরা।