ফের জেল হেফাজতে সন্দীপ – অভিজিৎ
মোল্লা জসিমউদ্দিন ,
সোমবার শিয়ালদহ আদালতে আরজিকর মামলার শুনানি চলে। এদিন ধৃতদের আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ জারি করা হয়েছে। তিলোত্তমা ধর্ষণ ও খুনের তদন্তে সিবিআই-এর নজরে এবার ৯০০ ঘণ্টার সিসিটিভি ফুটেজ।এদিন শিয়ালদহ আদালতে সিবিআই-এর আইনজীবী জানান -‘ঘটনা পরবর্তী আটটি সিসিটিভি ক্যামেরা ও দিনের আটটি ক্যামেরার ২৪ ঘণ্টার ফুটেজ ফরেন্সিক পরীক্ষার পর খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সির’। তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ সামনে এনেছে সিবিআই তার সন্ধানেই এই ডিজিটাল প্রমাণকেই হাতিয়ার করা হয়েছে আদালতে।ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের আইনজীবীদের সওয়ালের জবাবে সিবিআই আইনজীবী বলেন, “৯০০ ঘণ্টার ফুটেজ খতিয়ে দেখা কোনও ইয়ার্কির বিষয় নয় ।” দুই অভিযুক্তকে চারদিনের জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। উল্লেখ্য, এর আগে আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনায় সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। ১২৫ পাতার চার্জশিট। তার সঙ্গে ৫০০ পাতার নথি আদালতে জমা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।আরজি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধারের পর তথ্যপ্রমাণ লোপাট করার অভিযোগ উঠেছে। এই নিয়ে আরও তথ্য পেতে চাইছে সিবিআই। তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে , নতুন তথ্য পেতে হাসপাতালের প্রায় ৯০০ ঘণ্টার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তথ্যপ্রমাণ লোপাটের মামলায় সিবিআই এই ফুটেজকেই ‘হাতিয়ার’ করতে চাইছে।আদালতে প্রমাণ হিসাবে ব্যবহার করতে চাইছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।