ফের রাজ্য পুলিশে আস্থা হাইকোর্টের, ময়নাগুড়ির তদন্তে আইপিএস

Spread the love

 ফের রাজ্য পুলিশে আস্থা হাইকোর্টের, ময়নাগুড়ির তদন্তে আইপিএস,

মুকুল বিশ্বাস
ফের রাজ্য পুলিশে আস্থা রাখলো কলকাতা হাইকোর্ট। বুধবার ,এক আইপিএস আধিকারিকের নেতৃত্বে  ময়নাগুড়ির নাবালিকা নির্যাতনের তদন্ত হবে বলে  নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । তবে কোন আইপিএসের  নেতৃত্বে তদন্ত হবে? তা এদিন জানাইনি আদালত। তা পরে জানানো হবে বলে জানিয়েছে আদালত । বুধবার উত্তরবঙ্গের ময়নাগুড়ির  নির্যাতিতার বাবাকে নিজের চেম্বারে ডেকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।এরপরই নির্যাতিতার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ।এদিনকার শুনানি পর্বে  কলকাতা হাইকোর্টে নির্যাতিতার বাবার আইনজীবী ময়নাগুড়ি ধর্ষণ  ও খুনের ঘটনায় সিবিআই তদন্তর বিরোধিতা করেন। প্রতুত্তরে   মামলাকারীর আইনজীবীর  প্রশ্ন, ‘ঘটনার প্রথম থেকেই সিবিআই তদন্ত চাইছে নির্যাতিতার পরিবার টি।এখন সূর বদল কেন?  ‘হুমকি’ এবং ‘চাপ’ দিয়ে বয়ান বদল করানোর অভিযোগ আনেন মামলাকারীর আইনজীবী ।এই সওয়াল-জবাব শোনার পরেই  নিজের চেম্বারে ডেকে নির্যাতিতার বাবাকে জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি রাজষি ভরদ্বাজ।নির্যাতিতার বাবার কাছে সবকিছু জানার  বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ  রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেন, – ‘ নির্যাতিতার পরিবারের  জন্য পর্যাপ্ত পুলিশি  নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দেখতে হবে, যাতে নির্যাতিতার পরিবারকে কোনওরকম হুমকি বা চাপ দেওয়া না হয়’। পাশাপাশি  এই মামলার তদন্তের নজরদারিতে কোনও একজন আইপিএস কে দায়িত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে ওই আইপিএস এর নাম কিছুদিনের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *