ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট, গ্রেপ্তার দুবরাজপুর পুলিশের হাতে দুষ্কৃতী
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলার দুবরাজপুর থানা এলাকায় এক যুবক নিজের ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করার অপরাধে তাকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। বর্তমানে সমাজ মাধ্যমে কোনো ছবি পোস্ট করে দ্রুত ভাইরাল হওয়া যায়। সেই লক্ষ্যে দিন কয়েক পূর্বে এক দুষ্কৃতী ছবি পোস্ট করতেই ভাইরাল হয়ে পড়ে। সেই ছবি পুলিশের নজরে আসতেই তদন্তে নেমে পড়েন এবং উদ্ধার করা হয় নাম ঠিকানা। সেই সূত্র মারফত সোমবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানা এলাকার রেংনা মোড় থেকে সেখ ফরিদ নামে ঐ দুষ্কৃতীকে অস্ত্রসহ গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। তাঁর কাছ থেকে দু রাউন্ড কার্তুজ সহ একটি সেভেন এমএম পিস্তল হয়। পুলিশ সূত্রে জানা যায়,ধৃতের বাড়ি দুবরাজপুর থানার খোয়াজ মহম্মদপুর গ্রামে। ফেসবুকে অস্ত্রের ছবি দেওয়ার উদ্দেশ্য কি ছিল এবং অস্ত্রটি কোথা থেকে, কিভাবে তার কাছে এলো সে সমস্ত বিভিন্ন দিকগুলো নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত সেখ ফরিদকে মঙ্গলবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।