সুরজ প্রসাদ,
রবিবার বলয়গ্রাস সূর্যগ্রহনের দৃশ্য বর্ধমানের মানুষ দেখলেন ঘরে বসে।জেলা বিজ্ঞানকেন্দ্র এর আয়োজন করেছে।দীর্ঘদিন বাদে বলয়গ্রাস সূর্যগ্রহনের জন্য উৎসাহ গোটা দেশেই।এই দৃশ্য দেখতে আরো অনেক দিন অপেক্ষা করতে হবে। গোটা দেশের বিভিন্ন মানমন্দির আর বিজ্ঞানকেন্দ্র সাধারণ মানুষকে সূর্যগ্রহণের দৃশ্য দেখানো হচ্ছে। উৎসাহ বিজ্ঞানীমহলে। সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়েছে। বর্ধমানে রয়েছে জেলা বিজ্ঞান কেন্দ্র।পূর্ব বর্ধমান জেলার কেন্দ্র এটি।এখান থেকে নানা মহাজাগতিক ঘটনাবলী অবহিত করানো হয় মানুষকে। আজ সেখানে টেলিস্কোপ লাগানো হয়েছে। সেখানে পর্দা লাগানো হয়েছে।উন্নত যন্ত্রের সাহায্যে সব দৃশ্য তুলে ধরা হচ্ছে। অবশ্য কোভিড সংক্রমণের প্রেক্ষিতে এবারে অবশ্য কোনো দর্শককে এখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফেসবুকে লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে সব ঘটনাবলী দেখানো হচ্ছে।এই প্রয়াসের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানচেতনার প্রসার ঘটাতে চাইছেন কতৃপক্ষ।