বইমেলাতেই বইপত্তর পার্সেল করার ব্যবস্থা ডাকবিভাগের
বইমেলাতেই বইপত্তর পার্সেল করার ব্যবস্থা ডাকবিভাগের
মোল্লা জসিমউদ্দিন,
কলকাতার করুণাময়ী বাসস্ট্যান্ডের পাশে বইমেলা চলছে। গত ২২ জানুয়ারি শুরু হয়েছে। চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ৮ নং গেটের পাশে ২৯৫ নং স্টলে রয়েছে ভারতীয় ডাক বিভাগ।তারা বইমেলায় আগত বইপ্রেমীদের নানান সুযোগ সুবিধা দিতে সদা প্রস্তুত। যারা বই কিনছেন আপনজনদের দেওয়ার জন্য, তাদের জন্য সুখবর এনেছে ডাকবিভাগ। দেশের বিভিন্ন প্রান্তে বই পত্তর পার্সেল করে পাঠাতে পারবেন তারা।শুধু তাই নয় আধার কার্ড আপডেট করা যাবে এখানেই।



Post Comment