বই – এর দামে অন লাইন কোচিং এই ভাবনা নিয়েই এতো জনপ্রিয় ফিজিক্সওয়ালা শিক্ষা প্রতিষ্ঠান l
এতদিন অনলাইনেই পড়ুয়াদের স্বাদ মেটাতে হতো ফিজিক্সওয়ালা কোচিং সেন্টারের । এবারে কিন্তু পড়ুয়াদের জন্য দুর্গাপুরের সিটিসেন্টারে চলেই এল ফিজিক্সওয়ালা । ফিজিক্সঅয়ালা মানেই বাঁধ ভাঙ্গা উচ্ছাস আর সাফল্যের হাতছানি । সেই ফিজিক্সওয়ালা এবার দুর্গাপুরে । রবি বার দুর্গাপুরে সিটি সেন্টার সংস্হার কতৃপক্ষ সাফ জানাচ্ছেন তারা খুব ভালো সাড়া পাচ্ছেন ইতিমধ্যেই ক্লাস শুরু হয়েছে হৈ হৈ করে গত নভেম্বর মাস থেকেই । ফিজিক্সওয়ালার দুর্গাপুরে এবার প্রথম পদার্পণ তাই এবারে শুধু থাকবে নিট আর জে ই ই । কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোচিং করানোর ব্যবস্থা থাকবে । সংস্থার পক্ষ থেকে জানানো হয় “ ফিজ অন্য যেকোন কোচিং সেন্টারের থেকে কম । স্কলারশিপের ব্যবস্থা আছে । দরিদ্র্য অথচ মেধাবীদের জন্য রয়েছে গুরুকুল এবং সেখানে পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমান করতে পারলেই খরচের দায় ফিজিক্সওয়ালার ।
রবিবার ফিজিক্সওয়ালার সহ-প্রতিষ্ঠাতা প্রতীক মহেশ্বরী নতুন এই কেন্দ্রটির উদ্বোধন করলেন । এছাড়া আজ উপস্থিত ছিলেন PW বিদ্যাপীঠের অফলাইন সিইও অঙ্কিত গুপ্তা, PW এর চিফ বিজনেস কোলাবোরেশন অফিসার দেবব্রত দাস, PW চিফ অ্যাকাডেমিক অফিসার (CAO) রোহিত গুপ্তা।
PW বিদ্যাপীঠ, দুর্গাপুরে ২,৫০০ আসন বিশিষ্ট ১১টি প্রযুক্তি-সক্ষম শ্রেণিকক্ষ সহ অত্যাধুনিক পরিকাঠামো রয়েছে, যা শিক্ষার অনুকূল পরিবেশ সরবরাহ করে। কেন্দ্রটিতে রয়েছে একটি গ্রন্থাগার / স্ব-অধ্যয়নের স্থান, যা উত্পাদনশীল অধ্যয়নের পরিবেশকে উত্সাহিত করে। আগামী শিক্ষাবর্ষে ভর্তির জন্য, কেন্দ্রটি শিক্ষার্থীদের অতিরিক্ত ২০% ছাড় দেবে। এর সঙ্গেই, PW বিদ্যাপীঠ, ছাত্র কল্যাণ প্রকল্প (SWS) পরিচালনা করে যা হোস্টেল এবং পরিবহন সহায়তা দেওয়া ছাড়াও জরুরী পরিস্থিতিতে শিক্ষার্থীদের সর্বক্ষনের অর্থাৎ ২৪/৭ সহায়তা প্রদান করে।