বকেয়া বেতন বৃদ্ধি কার্যকর করার দাবিতে জেশপে বিক্ষোভ আত্মা কর্মীদের

Spread the love

মোল্লা জসিমউদ্দিন টিপু,


সোমবার দুপুরে কলকাতার জেশপ ভবনে রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েকশো ‘আত্মা’ কর্মী  অবস্থান বিক্ষোভে সামিল হলেন। পাশাপাশি জেশপের ডিরেক্টর কে তারা তাদের দাবিপত্র স্মারকলিপি হিসাবে জমা দেন।রাজ্যের নথিভুক্ত ৮০০ জন আত্মা কর্মীর মধ্যে প্রায়জন এসেছিলেন এদিনকার বিক্ষোভ প্রদর্শনে। দু বছর আগেকার বেতন বৃদ্ধির সার্কুলার কার্যকর করা, সর্বপরি তাদের কর্মজীবন সুনিশ্চিত করা।উল্লেখ্য আত্মা কর্মীরা চুক্তিভিত্তিক নিয়োগে কাজ পেয়েছেন। এ ব্যাপারে রাজ্য সরকারের সরকারি কর্মী সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী এদের পাশে থাকবার কথা জানিয়েছেন। রাজ্য সরকার নিয়ন্ত্রিত কৃষি দফতর অধীন আত্মা প্রকল্পে কর্মরত ৭ বছরের পুরাতন চুক্তি ভিত্তিক কর্মচারীদর প্রতি বঞ্চনার অভিযোগে জেশপ  অভিযান। কৃষি দফতরের নির্দেশকের সাম্প্রতিক আদেশ গত ২১ জানুয়ারির মেমো নং: ০৭(২৩)/আত্মা, যেখানে জেলা কৃষি দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আত্মা প্রকল্পের কর্মরত ব্লক স্তরের কর্মচারীদের মাহিনা ব্লক থেকেই দেওয়া হয়। বর্তমানে যা জেলা থেকে, প্রকল্প আধিকারিক ও হিসাব রক্ষকের দেখ রেখে PTAX EPF LEAVE প্রভৃতি হিসাব রেখে সকলের ব্যাঙ্ক একাউন্টে দেওয়া হয়। ২০১৪  সালে শুরুর দিকে কয়েক বছর ব্লক থেকে মাহিনা দেওয়ার ব্যবস্থা থাকলেও বিভিন্ন প্রতিকূলতার জন্য জেলা থেকে তা দেওয়ার ব্যবস্থা করা হয় । কর্মচারিদের অভিযোগ, সঠিক সময়ে তারা তাদের প্রাপ্য পারিশ্রমিক পান না, 
এছাড়াও তাদের আরও অভিযোগ, দুই বছর আগে মাইনে বাড়ার আদেশ (মেমো নং:  ১০১৭ (২৩)/পিএসজি  তারিখ ০১/০৮/২০১৯) থাকলেও অজ্ঞাত কারণে এখনও তা কার্যকর হচ্ছে না। এই প্রকল্পে ব্লকস্তরে কর্মরত সকল ব্লক টেকনোলজি ম্যানেজার(বিটিএম, এসিসটেন্ট টেকনোলজি ম্যানেজার (এটিএম) প্রত্যেককে বিশেষজ্ঞ হিসেবেই নিয়োগ করা হয় গ্রাজুয়েট ও মাস্টার্স ডিগ্রির ভিত্তিতে। কৃষি দফতরের কর্মীর অপ্রতুলতাকে কাটিয়ে আজ তারা অগ্রণী ভূমিকা নিয়ে সরকারের সমস্ত প্রকল্প ও স্কীম গুলিকে সাফল্যের মুখ দেখাচ্ছে । কৃষকবন্ধু, বাংলা কৃষি সেচ যোজনা, বাংলা শস্য বিমা, কৃষি যন্ত্রপাতি প্রদান, ক্রপ কাটিং, প্রদর্শনী ক্ষেত্র, ট্রেনিং মিটিং প্রভৃতি পরিষেবা, সহ  মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার প্রকল্পে কর্মরত এরা । আজকের অভিযানের মাধ্যমে মূলত, তারা সঠিক ও সুব্যবস্থার মাধ্যমে বর্ধিত বেতন , ৬০ বছরের কাজের নিশ্চয়তা সহ অন্যান্য সুবিধা প্রদানের আবেদনের মাধ্যমে যথাযথ ব্যবস্থার জন্য  মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন।আজ জেশপ ভবনের সামনে শয়ে শয়ে আত্মা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করেন। পরে স্মারকলিপি জমা দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *