বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরীর দাবিতে ভূমিহারাদের ফের অবস্থান বিক্ষোভ
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে জমি অধিগ্রহণ করে প্রতিশ্রুতি মোতাবেক চাকরি না হওয়ায় দীর্ঘদিন ধরে একপ্রকার লাগাতার ডেপুটেশন,বিক্ষোভ প্রদর্শন চালিয়ে আসছে ভূমিহারাদের পরিবার পরিজন।কিন্তু কোথাও কোনো সদুত্তর বা সমাধানের পথ বের না হওয়ায় ফের বক্রেশ্বর তাপবিদ্যুত কেন্দ্রের গেটের সম্মুখে গতকাল মঙ্গলবার বিকাল থেকেই বিক্ষোভ প্রদর্শন শুরু করে ভূমিহারা ইউনিয়নের সদস্যরা।উল্লেখ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গতকালই প্রতিশ্রুতি দেওয়া হয় যে বক্রেশ্বর তাপবিদ্যুত কেন্দ্রের জেনারেল ম্যানেজারের সাথে একটি বৈঠকে বসানোর । কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী বৈঠকের ব্যবস্থা না হওয়ায় ফের অবস্থান বিক্ষোভে বসে পড়ে ভূমিহারা ইউনিয়নের সদস্যরা।চাকরির দাবিতে প্রায় দুই শতাধিক পরিবারের সদস্যগণ এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন বলে ভূমিহারা ইউনিয়নের দাবি। বিক্ষোভকারীদের অভিযোগ যে,বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৯৯৬ সাল পর্যন্ত প্রায় আট শতাধিক পরিবারের জমি নেওয়া হয়েছিল। তাদের মধ্যে অধিকাংশ পরিবার চাকরি পেলেও দুই শতাধিক পরিবার চাকরি থেকে বঞ্চিত । এনিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকের নিকটে বহুবার ডেপুটেশন দেওয়া হলেও আজ পর্যন্ত কোনো সুরাহা হইনি। সেই দাবি আদায়ের দাবিতে ফের সোমবার থেকে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ভূমিহারা পরিবারের সদস্যরা।চাকরির প্রতিশ্রুতি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ আন্দোলন লাগাতার চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।আরো হুশিয়ারি দেন যে, এ বিক্ষোভের মধ্যে ও যদি কার্যকর ভূমিকা পালন না করেন কতৃপক্ষ তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে।
জমিহারাদের দাবি, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বহু বছর আগে হলেও এখনো চাকরি পান নি অনেকেই। যদিও জমি অধিগ্রহণ করার সময় আশ্বাস দেওয়া হয়েছিল পরিবার পিছু একজন চাকরি পাবে। কুড়ি বছর পার হয়ে গেছে কিন্তু তারা এখন পর্যন্ত বঞ্চিত রয়েছে।ক্ষোভের সাথে কথাগুলো জানান ভূমিহারা ইউনিয়নের সদস্য বিপ্লব দাসবৈষ্ণব ও জয়নব খাতুন।